সাবেক কাউন্সিলর আতিকের ইন্তেকাল সাবেক কাউন্সিলর আতিকের ইন্তেকাল - ajkerparibartan.com
সাবেক কাউন্সিলর আতিকের ইন্তেকাল

3:19 pm , February 9, 2019

নিজস্ব প্রতিবেদক \ নগরীর ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাড. আতিকুর রহমান আতিক (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। শুক্রবার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেসনে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তার নামাজে এসে উপস্থিত হয় শতশত মানুষ। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ নগরীর বিভিন্ন স্থান থেকে জানাযায় আসা মানুষের ঢলে পুর্ন হয় মাদ্রাসার মাঠ। নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএপির সিনিয়র সহ সভাপতি অ্যাড মহাসিন মন্টু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড মরতুজা আবেদিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদউল্লা সাজু, সাবেক সভাপতি আনিছ উদ্দিন আহমেদ শহিদ, লস্কর নুরুল হক, সাধারন সম্পাদক সাদিকুর রহমান লিঙ্কন, জাতীয় আইজীবী ঐক্যফ্রন্টের জেলা শাখার সভাপতি আলি হায়দার বাবুল প্রমুখ। জানাযা নামাজ শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুমের ভাই মাওলানা মজিবর রহমান জানান, আতিকুর রহমান আতিক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ঢাকায় থেকেই তিনি তার পেশার দায়িত্ব পালন করতেন। ঢাকায় অবস্থান করাকালিন সময় হঠাৎ করে রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে মিরপুর হার্টফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT