3:18 pm , February 9, 2019

নিজস্ব প্রতিবেদক \ নগরী সহ জেলায় ৩ লাখ ৫৩ হাজার ৮শ ৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর জুমির খান সড়কে নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান। এছাড়া বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে জেলা পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনেরউদ্বোধন করেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। উল্লেখ্য, বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৫শ’ ৯৪ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ২শ ৭০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে। যার মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় ০৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৫শ’ ৬৪ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭২ হাজার ৩০ জন শিশুকে লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ২৫৫ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে মোট ৪ হাজার ১০০ জন কর্মী। অপরদিকে বরিশাল সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান জানিয়েছেন, তাদের আওতাধীন ৩০টি ওয়ার্ডে ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ২শ ৭০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে।
এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৯৭০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৩শ’ শিশুকে লাল রঙের ভিটামিন খাওয়ানো হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে বিসিসি’র স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের ৪৭৪ জন কর্মী কাজ করছে।