কলেজ ছাত্রকে জবাই করে হত্যা কলেজ ছাত্রকে জবাই করে হত্যা - ajkerparibartan.com
কলেজ ছাত্রকে জবাই করে হত্যা

3:12 pm , February 9, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর \ উজিরপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। শুক্রবার দিনগত রাতে ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে। জানাগেছে, ওই গ্রামের সরোয়ার হাওলাদারের পূত্র ইমরান হাওলাদার (২৮) তার চাচা সেনাবাহিনীর সদস্য আবুল কালাম আজাদের বাসায় বসে রাত ৮টা পর্যন্ত বিপিএল খেলা উপভোগ করছিল। খেলার মধ্যাহ্ন বিরতিতে সে ঘরে গিয়ে রাতের খাবার খাওয়ার সময় মুঠোফোনে কল পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়িতে ফেরেনি ইমরান। সকালে এক মহিলা বাড়ির পাশে পতিত জমির মধ্যে পাতা কুড়ানোর সময় ইমরানের ক্ষতবিক্ষত লাশ দেখে ডাক চিৎকার দেয়। পরে উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শেখ ফরিদ ঘটনাস্থলে গিয়ে ওই কলেজ ছাত্রর লাশটি উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ জানিয়েছে, রাতেতাকে জবাই করে হত্যা করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ইমরান ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র হিসাবে পরীক্ষা দিয়েছে। পড়াশুনা করার জন্য তার মামা বাড়ি হাবিবপুরে বসবাস করত। শুক্রবার সকালে তার মাসহ সে মামা বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, কলেজ ছাত্র ইমরান হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় নিহতর বাবা সরোয়ার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT