3:38 pm , February 8, 2019
গলাচিপা প্রতিবেদক \ গলাচিপায় আসমা বেগম (১৮) নামে এক দাখিল পারীক্ষার্থী ও তার স্বামী রাকিব হাওলাদারকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিমের হাওলা গ্রামের মোল্লা বাড়ির সামনে। এঘটনায় ৪জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রজানায়, বড় চত্রা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আসমা বেগমের সাথে ১৫/২০ দিন আগে গলাচিপা পৌরএলাকার শান্তিবাগ এলাকা রাকিব হাওলাদারের বিয়ে হয়। বৃহস্পতিবার কালিকাপুর নুরানী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গনিত পরীক্ষা শেষে বোরাকে চড়ে বাড়ি ফেরার পথে রতনদী তালতলী ইউনিয়নের নিমের হাওলা গ্রামের মোল্লা বাড়ির সামনে এলে সন্ত্রাসী রাশেল, শাহজালাল, নাজমুল আসমা ও রাকিবকে বোরাক থেকে জোর নামিয়ে ব্যাপক মারধর করে। গুরুত্বর আহত আসমা ও রাকিবকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আখতার জানায়, এঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে।
