3:37 pm , February 8, 2019
পিরোজপুর প্রতিবেদক \ পিরোজপুরে আজ শনিবার ৪৪তম জাতীয় ভিটামিন ‘এ’+ ক্যাম্পেইন’র দ্বিতীয় রাউন্ডের অংশ হিসেবে জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় সর্বমোট ১ লাখ ২২ হাজার ৯২৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন সূত্রে এ খবর জানাগেছে। দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে ৬ থেকে ১১ মাসের শিশুকে ১টি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ বয়সের শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধার্য্য করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ লক্ষে জেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ১৬২টি টিকা কেন্দ্রে সকাল ৮ থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ওই সংখ্যক শিশুকে ‘এ’ + ভিটামিন খাওয়ানো হবে। সূত্রমতে, ১ হাজার ৩শ’ ৭৬টি কেন্দ্রে নিয়োজিত ২ হাজার ৭শ’ ৫২জন স্বেচ্ছাসেবক ও ৪শ’ ১৭জন এনজিও কর্মী এবং প্রতিটি কেন্দ্রে ৬শ’ ৪৫ জন স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মী ওয়ার্ড সুপারভাইজার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। জেলা সিভিল সার্জন ডা. ফকরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান, সার্বিক দ্বায়িত্ব পালন ও তদারকি এবং দেখভাল করার জন্য জেলা সিভিল সার্জন অফিসে একটি মনিটরিং সেল এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।