সাইবার অপরাধী আটক সাইবার অপরাধী আটক - ajkerparibartan.com
সাইবার অপরাধী আটক

3:34 pm , February 8, 2019

নিজস্ব প্রতিবেদক \ নগরী থেকে এক সাইবার অপরাধীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আটক অপরাধী হলো- নিয়াজ মোহাম্মদ রনি (২৮)। সে নগরীর কাশিপুর বাজার এলাকার নতুন বাড়ী সড়কের ‘রনি ভিলা’র বাসিন্দা নূর মোহাম্মদ মিয়ার ছেলে। শুক্রবার ডিবি পুলিশ কার্যালয় থেকে দেয়া এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে-দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটনার উদ্দেশ্যে নিয়াজ মোহাম্মদ রনি তার ফেইসবুক আইডি ব্যবহার করে দেশের বিশিষ্ট পদস্থ কর্মকর্তাদের নামে ভূঁয়া ও মানহানিকর তথ্য প্রচার করে। এ অভিযোগে সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক এর নেতৃত্বে মহানগর পুলিশের সাইবার ক্রাইম-মিডিয়া ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর এর ২৫(২)(৩)/২৯(১)(২)/৩১(২)/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT