প্রাথমিকে বদলির প্রতিবাদের আন্দোলনে সচিবের ইতিবাচক আশ্বাস প্রাথমিকে বদলির প্রতিবাদের আন্দোলনে সচিবের ইতিবাচক আশ্বাস - ajkerparibartan.com
প্রাথমিকে বদলির প্রতিবাদের আন্দোলনে সচিবের ইতিবাচক আশ্বাস

3:14 pm , February 7, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশাল সদর উপজেলা ও মহানগরের সর্বস্তরের প্রাথমিক শিক্ষকদের বিধি বহির্ভূত বদলির প্রতিবাদে চলমান আন্দোলনে উর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের উদ্যোগে সিসটারদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম এমপি ও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ এবং যিনি বিষয়টি গভীরভাবে অনুধাবন করে সমাধানের আশ্বাস প্রদান করায় সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শংকর চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বরিশাল সদর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জাফর, বিশেষ বক্তা মহানগরের সভাপতি কেএম সাব্বির, সদর উপজেলার সাধারন সম্পাদক মাসুদ খলিফা, এম সাইফুর রহমান, পার্থ সারথী সাহা, মো. ইব্রাহীম, মো. আউয়াল প্রমুখ। বিষয়টি বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সচিবের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষক প্রতিনিধিদের নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT