ঝালকাঠির অপহৃত শিশু উদ্ধার, অপহরনকারী আটক ঝালকাঠির অপহৃত শিশু উদ্ধার, অপহরনকারী আটক - ajkerparibartan.com
ঝালকাঠির অপহৃত শিশু উদ্ধার, অপহরনকারী আটক

3:13 pm , February 7, 2019

নিজস্ব প্রতিবেদক \ ঝালকাঠিতে অভিযান চালিয়ে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করেছে র‌্যাব-৮। গতকাল বৃহস্পতিবার (০৭ ফেব্রæয়ারী) বিকাল ৩টার দিকে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া অপহৃত শিশুর নাম সাদিয়া আক্তার (৯)। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রামের মো. নূর আলম (৩৮) এর মেয়ে। এছাড়া আটককৃত অহরনকারী রুমা মালাকার (১৮) বাগেরহাট জেলার মোড়লগঞ্জের শ্রী নগর এলাকার সুভাষ মালাকারের স্ত্রী। রাতে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ৬ ফেব্রæয়ারী বিকাল ৩টার দিকে ঝালকাঠি সধর থানাধীন পশ্চিম কিফাইত নগর মীরা বাড়ী সংলগ্ন গাজী বাড়ী ব্রীজের উপর থেকে সাদিয়া আক্তারকে অপহরন করা হয়। এই ঘটনায় শিশুর পরিবার র‌্যাব-৮ এর কাছে অভিযোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের এএসপি মুকুর চাকমার নেতৃত্বে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও অপহরনকারী নারীকে আটক করে তারা। অপহরণকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের পক্ষ হতে জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT