সুন্দরবন থেকে এক মন হরিণের মাংস উদ্ধার সুন্দরবন থেকে এক মন হরিণের মাংস উদ্ধার - ajkerparibartan.com
সুন্দরবন থেকে এক মন হরিণের মাংস উদ্ধার

3:12 pm , February 7, 2019

পাথরঘাটা প্রতিবেদক \ সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে একমন হরিণের মাংসসহ মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে বরগুনার পাথরঘাটার ষ্টেশনের কোষ্টগার্ড। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সুন্দরবনের পক্ষীদিয়া এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। মাংস, চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার মো. জহিরুল ইসলাম জানান, পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারের এক ব্যাবসায়ী ছগির আলমের এফবি সিরাজুল হক নামের একটি মাছ ধরা ট্রলারসহ ৪ জেলেকে সাগর থেকে জলদস্যুরা অপহরন করে। তাদের উদ্ধারের জন্য সুন্দরবনের বিভিন্ন জায়গায় অভিযান চালাই। এসময় বনের ভিতরে হরিণ শিকারীরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস, চামড়া ও মাথা জঙ্গলে রেখে পালিয়ে যায়। পরে জঙ্গলের ভিতর তলাশী করে এসব উদ্ধর করা হয়।পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. হুমায়ুন কবিরের উপস্থিতিতে মাংসগুলোতে করোসিন মিশিয়ে বন বিভাগ কর্মকর্তা মাটি চাপা দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT