রয়েল সিটি হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীর কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন রয়েল সিটি হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীর কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন - ajkerparibartan.com
রয়েল সিটি হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীর কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন

3:11 pm , February 7, 2019

নিজস্ব প্রতিবেদক \ নগরীর বেসরকারী রয়েল সিটি হাসপাতালে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। এছাড়াও ডা. কেএম জাহিদুল ইসলাম এর রচিত “ভালো থাকুন সুস্থ থাকুন” নামক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। রয়েল সিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. খান আবদুর রউফ’র সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন ও বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজি মফিজুল ইসলাম, শেবাচিম হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এইচএম রফিকুল বারী, রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, প্রথম সকাল প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মামুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন এরআর ক্যাডেট মাদ্রাসার ৮ম শ্রেনী শিক্ষার্থী সাত বিন কামাল। পরে দেশেত্ববোধন গানের শেষে অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় তামজিদা বিনতে জাহিদ ও শেখ হাসান বিন রফিক। পরে বিজয়ী বিভিন্ন স্কুলের ১০৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সবচেয়ে বেশি অংশগ্রহনকারি বিদ্যালয়ের মধ্যে রয়েছে সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এআরএস মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, এসএম মমতাজ মজিদুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মুলাদী সরকারি মাহমুদ জান মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায়
অংশগ্রহনকারীদের তিনটি গ্রæপে ভাগ করা হয়। গ্রæপ “এ” এর বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে ৩য় শ্রেনীর ছাত্রী বর্ষন ব্যাপারী, ২য় হয়েছে ৫ম শ্রেনীর ছাত্রী সামিয়া দোলা, ৩য় হয়েছে ৩য় শ্রেনীর ছাত্রী তানবিন কামাল জয়। গ্রæপ “বি” এর বিজয়ীদের মধ্যে প্রথম হয় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী তাসনিম বুশরা, ২য় হয়েছে ৮ম শ্রেনীর ছাত্রী বুশরা আক্তার লাবিবা, ৩য় হয়েছে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আরিয়ান আজাদ। গ্রæপ “সি” এর বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে ১০ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া ফারিন মুক্তা, ২য় হয়েছে আফিফা রুসাইদা বুশরা ও জান্নাতুল মোবাশ্বিরা নোশিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT