বাউফলে ডিজিটাল ভুমি জরিপ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত বাউফলে ডিজিটাল ভুমি জরিপ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বাউফলে ডিজিটাল ভুমি জরিপ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

3:34 pm , February 6, 2019

বাউফল প্রতিবেদক \ বাউফলে ডিজিটাল ভ’মি জরিপ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে এ উদ্বোধনী সভার আয়োজন করা হয়। ০৬ নং কনকদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশন এর চার্জ অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইউসুফ আলম হাওলাদার, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা ডিজিটাল ভ’মি জরিপের সুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এসময় তারা লোকজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT