3:31 pm , February 6, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক \ যে কোন ধরণের ঋন পরিশোধের ব্যাপারে বরিশালের মধ্যে আগৈলঝাড়ার স্থান এক নম্বর এবং এ জনপদের জনগণ ঋণ পরিশোধ ব্যাপারে খুবই সচেতন। তাই এই ধারাবাহিকতা আপনাদের বজায় রাখতে হবে। ভবিষ্যতে এ ধরণের আরও অনেক প্রকল্প বাস্তবায়ন হবে। আপনাদের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে প্রত্যেকটি গ্রাম হবে শহর। গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়নে নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সুবিধাভোগী সদস্যের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এম.পি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিলাঞ্চলের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প অনুমোদন করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আশির্বাদ করবেন, তিনি যেন দির্ঘায়ু লাভ করে। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের জন্য কাজ করে যাবো। এ সময় তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুর ভোটে বিজয়ী করার জন্য এ জনপদের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বরিশাল সমবায় অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমুখ। পরে প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আবদুল্লাহ বাকাল ও রাজিহার ইউনিয়নের সুবিধাভোগী ৫০জন মহিলা সদস্যদের মাঝে প্রত্যেককে একলক্ষ টাকা করে চেক বিতরণ করেন।