তজুমদ্দিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সুদবিহীন ঋন বিতরনের সিদ্বান্ত তজুমদ্দিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সুদবিহীন ঋন বিতরনের সিদ্বান্ত - ajkerparibartan.com
তজুমদ্দিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সুদবিহীন ঋন বিতরনের সিদ্বান্ত

3:20 pm , February 4, 2019

তজুমদ্দিন প্রতিবেদক ॥ তজুমদ্দিনে সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৩১ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে সুদবিহীন ঋন দিবে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। স্থানীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এ সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। রোববার বিকালে শশীগঞ্জ বাজারে আগুনে পুড়ে যাওয়া এলাকায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে বসে সুদবিহীন এই ঋন দেয়ার সিদ্ধান্ত নেন উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তারা। এর আগে ত্রান বিভাগ থেকে ৩১ ব্যবসায়ীকে দুই বান করে ঢেউটিন, ৫ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। উল্লেখ্য গত ১৬ জানুয়ারী ২০১৯ উপজেলা সদরের দক্ষিণ বাজার বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে ৩৫ দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় আট কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT