3:19 pm , February 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দার্শনিক আরজ আলী মাতুব্বরের “আরজ মঞ্জিল” এর লাইব্রেরিয়ান শামীম আলী মাতুব্বরের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী সহ লামচরি ও চরবাড়িয়ার সর্বস্থরের জনগণ। গতকাল সোমবার আরজ মঞ্জিলের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে শতশত মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘আরজ আলী মাতুব্বর একজন বিখ্যাত মানুষ। আমাদের গর্ব হয় তার মতো মানুষ আমাদের এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম করে আসছে শামিম মাতুব্বর। সর্বশেষ ৭বছরের এক শিশু কণ্যাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। এর আগেও সে এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।