দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন দলে ব্যাপক তৎপরতা দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন দলে ব্যাপক তৎপরতা - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন দলে ব্যাপক তৎপরতা

3:17 pm , February 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জনমনে তেমন আগ্রহ না থাকলেও বিরোধী দলহীন উপজেলা নির্বাচন নিয়ে দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন মহাজোটের মূল শরিক আওয়ামী লীগের মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের লক্ষ্যে আপতত জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছেই মনোনয়ন প্রত্যাশীদের তদবীর চলছে। এরপরে জেলার সুপারিশ নিয়ে কেন্দ্রে তদবীর শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এখনো বেশীরভাগ মনোনয়ন প্রত্যাশীদের ধারনা ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী হতে পারলেই কাঙ্খিত পদে নির্বাচিত হতে কোন বাধা থাকছে না। দলের কেন্দ্রীয় নীতি নির্ধারকদের পক্ষ থেকে সব উপজেলার জন্য কেন্দ্রে তিন জনের নাম প্রস্তাব করার নির্দেশনা রয়েছে। তবে বরিশালের ১০টি উপজেলার মধ্যে যে ৯টিতে নির্বাচন হচ্ছে, তাতে কোন কোনটিতে একক প্রার্থীর নাম প্রেরনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে ইতোমধ্যে। গত কয়েকদিন ধরে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ। মেয়াদ পুরন না হওয়ায় এবার মেহেদিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না।
আগ্রহী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আপতত জেলা নেতৃবৃন্দের কাছেই তদবিরে ব্যস্ত রয়েছেন। ইতোতোমধ্যে হিজলার বর্তমান চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ও বানারীপাড়ার বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুককে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরিশালের ৯টি উপজেলাতে প্রার্থী হবার লক্ষ্যে ৯ উপজেলা চেয়ারম্যান এবং আঠের পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭১ জন মনোনয়ন প্রত্যাশীর আবেদনপত্র সহ জীবনবৃত্তান্ত গ্রহন পর্ব শেষ হয়েছে গত বুধবার। শনিবার প্রথম দিন বানারীপাড়া, হিজলা ও উজিরপুর উপজেলার প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীরা সমঝোতা করায় বানারীপাড়ায় গোলাম ফারুক এবং হিজলায় সুলতান মাহমুদ টিপুকে আবারও দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন এবং সাধারন সম্পাদক আবদুল মজিদ সিকদার বাচ্চু ও বর্তমান চেয়রম্যান হাফিজুর রহমান ইকবালকে নিয়ে ৩ জনের প্যানেল গঠন করা হয়েছে। গতকাল বাকেরগঞ্জের প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হয়। শুক্রবার বরিশাল সদর উপজেলার আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে। বরিশাল সদরে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ছাড়াও ভাইস চেয়ারম্যান সহ আরো একাধীক প্রার্থী চেয়রম্যান পদে দলীয় মনোনয়ন লাভে তদবির করছেন।
এদিকে একক প্রার্থী নিশ্চিত হতে ইউনিয়ন পর্যায়ের নেতাদের ওপর অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের বিরুদ্ধে। একাধিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক তাদের কাছ থেকে স্বপন-এর লিখিত সমর্থন আদায়ের চেষ্টার অভিযোগও করেছেন। অপরদিকে আওয়ামী লীগের মুলাদী উপজেলা কমিটির ৬২ জনের মধ্যে ৪৭ জন দলের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল বারীর সভাপতিত্বে এক সভায় মিঠুকে দলীয় প্রার্থী না করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । ইতোমধ্যে ওই সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছেও পৌছে দেয়ার কথা বলা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, ‘সারাদেশের উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তার আগে তৃনমূল থেকে প্রতিটি উপেেজলার জন্য ৩ জন করে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে। বরিশালের প্রতিটি উপজেলায় তিন জনের প্যানেল চূড়ান্ত করার লক্ষে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যে উপজেলাতে সব প্রার্থীরা একমত হয়ে একজনকে সমর্থন জানাবে সেখান থেকে একক প্রার্থীর নামই কেন্দ্রে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে নিকট অতীতে দুটি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার আলোকে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে দক্ষিনাঞ্চলের জনমনে তেমন কোন আগ্রহ এখনো লক্ষনীয় নয়। কোন বিরোধী দলও এ নির্বাচনে অংশ নিচ্ছেনা। মূল বিরোধী দল বিএনপি’র কেন্দ্রীয় পর্যায় থেকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষনায় মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা কিছুটা স্বস্তিও লাভ করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একাধীক নেতৃবৃন্দ নিশ্চিত করেছন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT