উজিরপুর উপজেলা চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে ৯ প্রার্থী একাট্টা উজিরপুর উপজেলা চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে ৯ প্রার্থী একাট্টা - ajkerparibartan.com
উজিরপুর উপজেলা চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে ৯ প্রার্থী একাট্টা

3:27 pm , February 2, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর \ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সরকারি দল আ’লীগের প্রার্থী হিসাবে ১৩ জন দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। তার মধ্যে ৯জন প্রার্থী একাট্টা হয়েছেন নানা কারনে সমালোচিত বর্তমান উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল’র বিরুদ্ধে। অপরদিকে চেয়ারম্যান ইকবাল সহ মাত্র চারজন রয়েছেন তার পক্ষে। দলের প্রায় অধিকাংশ জনপ্রিয় নেতাকর্মীরা ইকবাল’র বিরুদ্ধে অবস্থান নেয়ার কারনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল এখন চরম বেকায়দায় পরেছেন। অবশ্য তার অনুসারীদের অভিমত দল থেকে তাকেই আগামী নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হবে। দলের শীর্ষ নেতারা ও কয়েকজন জনপ্রিয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানরা একাট্টা হয়েছেন দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করার জন্য। তাদের অভিমত বর্তমান চেয়ারম্যান ইকবাল একজন দূর্নীতিবাজ ও বদমেজাজী, বিএনপির আলোচিত নেতা শরফুদ্দিন আহাম্মেদ সান্টুর আস্থাভাজন। ইকবাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার হাতে দলের শতশত নেতাকর্মী হামলা মামলা ও লাঞ্চনার শিকার হয়েছেন। আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে উজিরপুরের আ’লীগ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। উপজেলা আ’লীগের অধিকাংশ নেতাকর্মীরা আগামী নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পরিবর্তন চান। ইকবাল’র দখলে থাকা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নৌকার কান্ডারী হিসাবে আ’লীগের দলীয় ফরম ক্রয়কারীরা হলেন উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আ’লীগের সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাতলা ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা আ’লীগ সভাপতি খালেক আজাদ, শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির, ওটরা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, জল্লা ইউপি সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ, ওটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক রাড়ি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সুখেন্দ শেখর বৈদ্য, হাকিম সর্নামত ও শংকর মজুমদার। ওই ১৩ জন প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর অভিমত নৌকা প্রতীক’র সম্মান অক্ষুন্ন রাখার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে একজন স্বচ্ছ ব্যক্তিকে মনোনয়ন দেয়া হোক। মনোনয়ন প্রত্যাশি ও মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ বলেন ইকবাল আ’লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মুক্তিযোদ্ধাদেরকেও অসম্মান করেছেন। তাই তিনি এবার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান। উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন। দল তাকে মূল্যায়ন করবেন। বর্তমান চেয়ারম্যান ইকবাল এখন জনবিচ্ছিন্ন। ওটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেক রাড়ি জানিয়েছেন, ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়ে আ’লীগ নেতাকর্মীদের মামলা হামলা করে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছেন। সে এখন সম্পূর্ন জনবিচ্ছিন্ন ও দলীয় নেতাকর্মী নির্যাতনকারী হিসাবে পরিচিত। তাকে মনোনয়ন দেয়া হলে উজিরপুরে নৌকার প্রার্থীর ভরাডুবি হবে। একসময়ের দূর্নীতির দায়ে বরখাস্ত হওয়া ওটরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল গত নির্বাচনে আ’লীগের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নানা কারনে বেশ সমালোচিত হয়েছেন। বিএনপি’র এক নেতাকে সরকারি টিউবয়েল প্রদান করে বেশ সমালোচিত হন। উজিরপুরের নারী ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে প্রকাশ্যে লাঞ্চিত করেন। তার বেশ কিছু ক্যাডাররা মাদক ও অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে বেশ সমালোচিত হন। অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হাফিজুর রহমান ইকবাল’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৩ জন প্রার্থী ফরম ক্রয় করেছেন। তার মধ্যে ৯ জন তার বিরুদ্ধে একাট্টা হয়েছেন বলে স্বীকার করেন। তিনি বলেন, অনেকেই একাট্টা হতে পারে, এটা কোন বিষয় নয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT