মেহেন্দিগঞ্জে চোরাই গরু উদ্ধার মেহেন্দিগঞ্জে চোরাই গরু উদ্ধার - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে চোরাই গরু উদ্ধার

3:26 pm , February 1, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের শাহ আলম কাজীর ঘর থেকে গত সোমবার রাতে একটি গাভী গরু চুরি হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ডাইয়া গ্রামের গরু ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি চুরি যাওয়া গরুটির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় গরুর মালিক সহ গণ্যমান্য ব্যক্তিরা ডাইয়া গ্রামের গরু ব্যবসায়ী নুরুল ইসলাম মাতাব্বরের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে। গরু ব্যবসায়ী নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ইলিশা বাজারে গরুটি বিক্রির জন্য নিয়ে আসেন মেহেন্দিগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের গণি মাঝির ছেলে ইউনুছ মাঝি। ইউনুছ মাঝির কাছ থেকে সে গরুটি ১৭ হাজার টাকায় কিনেছে। এই ঘটনার পর থেকে ইউনুছ মাঝি আত্মগোপনে রয়েছে। এবিষয়ে স্থানীয় কাউন্সিলর মনির জমদ্দার জানান, শাহ আলম কাজীর গরু চুরি হওয়ার পর সে আমাকে জানিয়েছে। গরুটি ডাইয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরথেকে অভিযুক্ত ইউনুছ মাঝিকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT