3:29 pm , January 30, 2019
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ার সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক আঃ হাসেম মোল্লা।
মাদ্রাসার সুপার মোঃ নূরুল আমিন, শিক্ষক আঃ কুদ্দুস খান, জাকির হোসেন দর্জি ও ইউসুফ আলী ফরাজী প্রমুখ। পরে মাদ্রাসা প্রতিষ্ঠাতার সহধর্মীনি রোজিনা মালেক ও ব্যাংকার এ,বি,এম তাওহীদের সহায়তায় বিদায়ী ছাত্রীদের মাঝে হিজাব, ফোল্ডার, স্কেল ও কলম বিতরণ করা হয়।