3:28 pm , January 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর লঞ্চঘাট কওমী মাদ্রাসা থেকে মোঃ মাসুম (১৪) নামে এক কিশোর হারিয়ে গেছে। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় সে নিখোঁজ হয়। পরে অনেক খুঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায় নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি ও লুঙ্গি ছিল। তার উচ্চতা অনুমান ৫ ফুট। গায়ের রং শ্যামলা। শারীরিক গঠন হালকা পাতলা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৬৬৩। কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার মা নাসিমা বেগমের মোবাইল ফোন ০১৭৯৫-৩৪৪৯৫২ ও ০১৭২০-৮০২০৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।