3:27 pm , January 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মশার কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসত ঘর। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টারদিকে নগরীর চাঁদমারী এলাকায় এই ঘটনা ঘটে। সদর ফায়ার স্টেশন সূত্রে জানাগেছে, মশার কয়েল থেকে চাঁদমারী ইসলামিয়া হাসপাতালের পেছনে রিয়াজ হোসেন নামের জনৈক ব্যক্তির মালিকানাধীন ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্য আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পুড়ে ভষ্মিভুত হয় পুরো ঘর। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনের পাশাপাশি প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে এতে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ফায়ার সার্ভিসের।