4:03 pm , January 29, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিএম মনিরুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত, হেমায়েত উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিঞা প্রমুখ। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।