4:01 pm , January 29, 2019

বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাথে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের স্বাস্থ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, কাজী মিরাজ মাহমুদ সহসভাপতি মাহবুব আলম, ডা. নজরুল ইসলাম কোষাধ্যক্ষ। এছাড়া কেমিষ্ট এ্যান্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষে শাহআলম আনসারীসহ সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। এক্ষেত্রে তিনি বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসক বলেন, আমরা চাই এই জেলার মানুষের স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌছে যাক। তিনি চিকিৎসকদের পারসেন্টিজ কমিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন এতে সাধারণ মানুষ উপকৃত হবে। বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, আমরা স্বাস্থ্যসেবা খাতে যথেষ্ঠ ছাড় দিয়ে যাচ্ছি। আমরা অসহায় এবং দুস্থদের সহায়তা করে থাকি। বরিশালের ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে যথাযথ মান নিয়ন্ত্রণের জন্যও এ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে।