ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য আটক ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য আটক - ajkerparibartan.com
ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য আটক

4:00 pm , January 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় উদ্ধার করা হয়েছে ভুয়া প্রশ্নপত্র ও প্রতারনার মাধ্যমে অর্থ সংগ্রহের কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ড। গতকাল মঙ্গলবার ভোর রাতে পরিচালিত অভিযানে আটক হয় গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন ঢাকপার এলাকার বাসিন্দা মো. ওহাব শেখ এর ছেলে মো. তারিকুল ইসলাম (২০) ও ভাপুরি গ্রামের গোঞ্জর শেখ এর ছেলে মো. মিলন শেখ (১৯)। এর মধ্যে তারিকুল মুকসুদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ও রিমন গোবিন্দপুর ডিগ্রি কলেজের একই শ্রেণীর ছাত্র। র‌্যাব দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম সজীব জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দুই প্রতারক নিজেদের ঘরে বসে ঢ়ংপ লংপ ংংপ যংপ ধষষ বীধস যবষঢ় ষরহব নামক পেইজে ভূয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয় তারা। যা দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে পড়ে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র ক্রয় করে প্রতারিত হয়। গোপনে এ সংবাদের ভিত্তিতে ভোর রাত সোয়া ৫টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নিজ বাড়ি থেকে প্রতারক দ্বয়কে আটক করা হয়েছে। চক্রটি মেসেঞ্জার, হোয়াটস এ্যাপ, গোপন গ্রুপে কথোপকথোন চালিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলতো। ইতিপূর্বেও তারা ভূয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণা করেছে বলে র‌্যাবের কাছে স্বীকারক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় তথ্য প্রযুক্তি ও প্রতারনার অভিযোগে র‌্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি ছাড়াও চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিপিএসসি’র উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম সজিব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT