বার্গার কিং এখন সীমান্ত সম্ভারে বার্গার কিং এখন সীমান্ত সম্ভারে - ajkerparibartan.com
বার্গার কিং এখন সীমান্ত সম্ভারে

3:17 pm , January 28, 2019

বিখ্যাত ফাস্টফুড বার্গার চেইন বার্গার কিং রেস্টুরেন্ট এখন রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে। গতকাল সোমবার ঢাকায় বার্গার কিং এর নবম আউটলেট উদ্বোধন করেন বাংলা ট্রাক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তারিক একরামুল হক। সীমান্ত সম্ভারের নবম তলায় স্টার সিনেপ্লেক্সের পাশে বার্গার কিং এর এ আউটলেট। উদ্বোধনের প্রথমদিন থেকেই এই আউটলেটে অতিথিরা আইকনিক ওয়্যাপার স্যান্ডউইচ ও অন্যান্য মেন্যু উপভোগ করতে পারছেন। এ উপলক্ষ্যে টিফিন বক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মাশরুফ আহমেদ বলেন, “বার্গার কিং দ্বিতীয়বারের মত কোন শপিং মলে আউটলেট চালু করল। এখানে গ্রাহকদের মানসম্মত খাবার পরিবেশন ও উন্নতমানের সেবা দেয়ার চেষ্টা করা হয়। উল্লেখ্য ২০১৬ সালের ৯ ডিসেম্বর ঢাকায় বার্গার কিং রেস্টুরেন্টের ফ্ল্যাগশিপ আউটলেট চালু হয়। এরপর একে একে গুলশান, বনানী, বসুন্ধরা, যমুনা ফউিচার পার্ক, ধানমন্ডি, উত্তরা, মিরপুর ও বলাকাতে চালু করা হয়েছে। বার্গার কিং ও টিফিন বক্স লিমিটেড যৌথভাবে দেশব্যাপী রেস্টুরেন্ট চালুর মাধ্যমে অতিথিদের অভিনব সব ফুড আইটেম উপহার দেয়ার লক্ষ্য নিয়েছে। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT