3:16 pm , January 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। এ সময়ে শিক্ষার্থীদের তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়ার প্রয়োজনীতা অনেক বেশি। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের পরিচয় বিশ্বের বুকে। অধ্যক্ষ মেজর সাহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন অতিথি বৃন্দ। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বিশেষ অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ অতিথিরা বেলুন-ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতরা উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের অংশ নেয়া ক্রীড়া প্রতিযোগী-তাদের খেলা উপভোগ করেন।