খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবীতে ক্ষুদ্ধ হাতেম আলী কলেজ শিক্ষার্থীরা খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবীতে ক্ষুদ্ধ হাতেম আলী কলেজ শিক্ষার্থীরা - ajkerparibartan.com
খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবীতে ক্ষুদ্ধ হাতেম আলী কলেজ শিক্ষার্থীরা

3:15 pm , January 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের খেলার মাঠে ভবন নির্মানের কাজ বন্ধের দাবীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা খেলার মাঠে ভবন নির্মানের প্রতিবাদ জানান এবং ভিত্তিপ্রস্তরের ফলক ভাঙচুর করেন। পাশাপাশি নিজ কার্যালয়ে টানা দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় কলেজ অধ্যক্ষকে। পদত্যাগ দাবী করা হয় মাহামুদ ইসলাম নামের অপর এক শিক্ষকের। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর নবগ্রাম সড়কের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রশাসনিক বিভাগের সামনে এই বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরুদ্ধ এই কর্মসূচি পালন করা হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পাশাপাশি খেলার মাঠে একাডেমিক ভবন নির্মান কাজ বন্ধ করা হলে শিক্ষর্থীরাও তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে। আন্দোলনে অংশ নেয়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী সৈয়দ নির্জন বলেন, আমাদের কলেজের শিক্ষার্থী ক্রীড়া চর্চার জন্য একটিমাত্র খেলার মাঠ রয়েছে। এখানে কলেজ শিক্ষার্থী ছাড়াও বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানও হয়। কিন্তু সম্প্রতি একমাত্র খেলার মাঠটি নষ্ট করে সেখানে পৃথক দুটি একাডেমিক ভবন নির্মান কার্যক্রম শুরু হয়। এমনকি কাউকে কিছু না জানিয়েই গত ২৩ জানুয়ারী কলেজ অধ্যক্ষ সচীন কুমার রায় ৬ ও ৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাঠটিতে পাথর ফেলে এবং বালু ভরাট করে নষ্ট করা হয়েছে। এর প্রতিবাদ ও খেলার মাঠ ধ্বংসের হাত থেকে রক্ষায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। সেই সাথে অধ্যক্ষকে তার কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। এই প্রসঙ্গে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সচীন কুমার রায় এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংএ থাকার ব্যস্ততা দেখিয়ে পরে যোগাযোগ করতে বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে কলেজের একটি দায়িত্বশিল সূত্র জানিয়েছে, চলমান সংকট নিরসনে মঙ্গলবার এক জরুরী সভা ডাকা হয়েছে। সেখানেই খেলার মাঠ ও একাডেমিক ভবনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT