3:23 pm , January 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের ২০১৮ সনে বিদ্যালয়ে স্তর উন্নীত শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠান বিদ্যালয় অঙ্গনে সসুজ্জিত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. ইমামুল হক ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের সভাপতি সালেহ্ এম.শেলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও গ্রাজুযেশন সনদ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অনুষ্টানে উপস্থিত শিক্ষার্থী-অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মান, পরিছন্নতা এবং শিক্ষার্থীদের অভূতপূর্ব ফলাফলের ভূয়সী প্রশংসা করেন।