3:18 pm , January 26, 2019

বিশ্ব বিখ্যাত “সেলো” ব্রান্ড এর বাংলাদেশে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। ঢাকায় একটি অভিজাত হোটেলে এর উদ্বোধন করেন সেলোর জেনারেল ম্যানেজার (মধ্যপ্রাচ্য-আফ্রিকা-ইন্ডিয়া) পিটার ভেন ডেন ব্রচ। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের “সেলো” ব্রান্ড একমাত্র পরিবেশক এমএন্ডইউ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাদিক মাহমুদ উপস্থিত ছিলেন। আন্তজাতিক মানের কলম, স্টেশনারী সহ বিভিন্ন পন্যের ব্রান্ড “সেলো” ৬৫ টি দেশের ভোক্তার চাহিদা পূরণ করে চলছে। খবর বিজ্ঞপ্তির