উজিরপুরে বছর জুড়ে আমের বাম্পার ফলন উজিরপুরে বছর জুড়ে আমের বাম্পার ফলন - ajkerparibartan.com
উজিরপুরে বছর জুড়ে আমের বাম্পার ফলন

3:16 pm , January 26, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরের হারতায় এক গাছে বছরে ৪ বার আম চাষে বাম্পার ফলনে সাবলম্বি হচ্ছেন একাধিক পরিবার। মৌসুম ছাড়াই বাড়াই এগারো জাতের আম চাষে হারতার বিভিন্ন এলাকার ৪০ জন কৃষক প্রচুর পরিমান আর্থিকভাবে লাভবান হওয়ায় এখন ওই এলাকার মানুষ আম চাষের ঝুকে পড়েছেন। অল্প সময়ে ভাল ফলন ও সু-স্বাদু মিষ্টি জাতের আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা দামে। অসময়ে আমের টাটকা স্বাদ নিতে হারতা এলাকায় ভীড় জমাচ্ছে বিভিন্ন স্তরের মানুষ। আম চাষীদের মুখে যেন হাসির ঝিলিক ফুটে উঠেছে চড়া দামে আম বিক্রি হওয়ায়। বরিশাল শহর ও ঢাকায় বিক্রি হচ্ছে এ এলাকার আম। উপজেলা কৃষি বিভাগের একজন সহকারী অফিসার নিয়মিত ভাবে আম চাষাবাদে সহায়তা করছেন। চলতি শীত মৌসুমেও প্রচুর পরিমান আমের উৎপাদন হয়েছে। ওই আম বিক্রি করে বেশ লাভবান হয়েছেন বেশ কয়েকজন চাষি। অসময়ে আমচাষাবাদের উপর আগ্রহ বেড়েছে উজিরপুরের বিল অঞ্চল হিসাবে খ্যাত হারতার বিভিন্ন গ্রামের প্রান্তিক চাষীদের। সরজমিনে হারতা গিয়ে দেখা গেছে ওই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে আম বাগানগুলোতে কাঁচা পাকা আম আর আম। যেদিকে দৃষ্টি যায় সেই দিকে চোখে পড়বে গাছ জুড়ে আম। মনে হবে এখন যেন আমের ভরা মৌসুম। শীত মৌশুমে গাছ ভরা আম দেখার জন্য উৎসুক মানুষ ভীর জমাচ্ছে হারতার কালবিলা, কুচিয়ারপাড় ও জামবাড়ি গ্রামগুলোতে। জানাগেছে, কালবিলা গ্রামের ধীরেন বিশ্বাস আট বছর আগে পিরোজপুর জেলার স্বরূপকাঠীর কুড়িয়ানা এলাকার এক চাষীর নিকট থেকে ১৪/১৫টি আমের চারা এনে তার বাড়ির আঙ্গিনায় পরীক্ষামুলকভাবে চাষাবাদ শুরু করেন। ওই বছরই প্রচুর পরিমান আম ফলন হয়, এরপর থেকে প্রতিবছর একটি গাছে ৩ থেকে ৪ বার আম ফলন হলে তার প্রতিবেশি রমনী মল্লিক, নিরাঞ্জন ও কুচিয়ার পাড় গ্রামের বিধান বিশ্বাস সহ প্রায় ২০/২৫ জন চাষী ওই জাতের আম গাছ চারা রোপন করে। এরপর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পায় বাড়াই এগারো জাতের আম চাষ। চলতি শীত মৌমুমে হারতার বিভিন্ন এলাকার আম বাগান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার আম বিক্রি করেছেন আম চাষীরা। বিধান বিশ্বাস নামক এক আম চাষী জানিয়েছেন, অসময়ে ফলন হওয়া আমের প্রচুর চাহিদা থাকায় প্রতি কেজি আম ৫০০টাকা দামে পাইকারী বিক্রি করছেন তারা। ২০ জানুয়ারী রোববার বীরেন বিশ্বাস নামক এক আমচাষী তার বাগানের ৭৫ কেজি কাঁচা আম বিক্রি করেছেন ৩৬ হাজার টাকায়। তিনি আরও জানিয়েছেন দিনে দিনে হারতার বিভিন্ন এলাকায় বাড়াই এগারো জাতের আম চাষ বৃদ্ধি পাচ্ছে। বছরে চারবার মুকুল ধরে গাছগুলোতে। অল্প সময়ের মধ্যে বড় বড় আকারের মিষ্টি সুস্বাদু আমগুলি খাওয়ার উপযোগী হয়। অল্প সময়ে বেশ ভাল লাভবান হচ্ছেন তারা। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নিখিল পাড় জানিয়েছেন, হারতার বেশ কয়েকটি গ্রামে প্রায় ৪০ জন চাষী তাদের নিজস্ব বাগানে বাড়াই এগারো আম চাষ করছেন। ধীরে ধীরে চাষীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একসময় ব্যপক ভাবে এ আম চাষাবাদ হলে দেশের সর্বত্র বছরজুড়ে আম সরবরাহ করা সম্ভব হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT