ভান্ডারিয়ার গণধর্ষণ মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার ভান্ডারিয়ার গণধর্ষণ মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার - ajkerparibartan.com
ভান্ডারিয়ার গণধর্ষণ মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

3:14 pm , January 26, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ‘ধর্ষণের কারণে আমার এই পরিণতি’ গলায় ঝোলানো চিরকুটে লেখা এমন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উদ্ধার হওয়ায় ওই যুবক হলো- সজল জোমাদ্দার (২৮)। সে ভা-ারিয়া থানার গণধর্ষণ মামলার প্রধান আসামী। ওই উপজেলার নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সে। কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক জানান, দুপুরে কাঠালিয়ার বলতলা গ্রামের একটি বাগানের পাশের মাঠে সজলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তারা ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করেন। তিনি আরো জানান, নিহতের গলায় সুতা দিয়ে ঝুলানো একটি চিরকুটে লেখা ছিল তাঁর নাম সজল। সে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে। এ কারণে তাঁর এই পরিনতি। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ভা-ারিয়া ও কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে ভা-ারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাড়ি থেকে পাশের হেতালিয়া গ্রামে নানা বাড়ি বেড়াতেযাওয়ার পথে মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পানের বরজের ভেতর গণধর্ষণ করা হয়। সে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে মেয়েটির পরিবারকে হুমকি দেয়া হয়। যেন এ ঘটনা কাউকে না জানায় এবং কোন ধরনের মামলা না করে। পরে মেয়েটির পরিবার ও স্বজনরা পালিয়ে পালিয়ে থেকে ঘটনার ৩ দিন পর গত ১৪ জানুয়ারি মেয়ের বড় ভাই বাদি হয়ে ভা-ারিয়া থানায় সজল ও রাকিব হোসেনকে আসামী করে একটি মামলা করে। মামলার পর থেকেই সজল জোমাদ্দার নিখঁাঁজ ছিল বলে তাঁর পরিবার জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT