মুলাদী সৈয়দেরগাও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠিত মুলাদী সৈয়দেরগাও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠিত - ajkerparibartan.com
মুলাদী সৈয়দেরগাও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠিত

3:20 pm , January 25, 2019

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে সৈয়দেরগাও মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার সকাল থেকে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকসেদ আলম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জানে আলম সবুজ মীর, প্রাক্তন সভাপতি আনোয়ার হোসেন আকন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বসির আহম্মেদ, পৌর কাউন্সিলর আসলাম খান, এ্যাড. তরিকুল হাসান পলাশ, উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক ও কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সাবেক সম্পাদক এস এম কামাল পাশা, যুবলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, খোকন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার, ইউপি সদস্য লোকমান ফকির, সোহেল আকন, মনির আকন, সিপন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল আকন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT