লালমোহনে উপজেলায় চেয়ারম্যানসহ তিন পদে আ’লীগের প্রার্থী ভোটের মাধ্যমে চূড়ান্ত লালমোহনে উপজেলায় চেয়ারম্যানসহ তিন পদে আ’লীগের প্রার্থী ভোটের মাধ্যমে চূড়ান্ত - ajkerparibartan.com
লালমোহনে উপজেলায় চেয়ারম্যানসহ তিন পদে আ’লীগের প্রার্থী ভোটের মাধ্যমে চূড়ান্ত

3:19 pm , January 25, 2019

মোঃ জসিম জনি, লালমোহন ॥ লালমোহনে তৃণমূলের ভোটে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটের জন্য নির্ধারিতগোপন বুথ ও ভোট বাক্সও ছিল। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ভোটগ্রহণকালে উপস্থিত ছিলেন। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে সর্বাধিক ভোট পেয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে সর্বাধিক ভোট পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিখা আফরোজ। লালমোহন উপজেলা আওয়ামী লীগের ৬৭ জন সদস্য ও ৯ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ মোট ২৪৭ জন ভোটার ভোট প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে নির্বাচনে অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ৮৪ ভোট পেয়ে প্রথম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ৮১ ভোট পেয়ে দ্বিতীয় ও ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার ৫০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন সর্বাধিক ১৩৫ ভোট পেয়ে প্রথম হয়েছে। সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন ৪৯ ভোট পেয়ে দ্বিতীয় ও বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আলী আহমেদ বেপারী ১৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা শিখা ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় ও পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু ১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। মোট ৮জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষ ফলাফল ঘোষণাকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই প্রক্রিয়া হয়েছে। এখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ৩ জন করে নাম পাঠানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT