২৯ জানুয়ারির মধ্যে কাজ শুরুর নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৯ জানুয়ারির মধ্যে কাজ শুরুর নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর - ajkerparibartan.com
২৯ জানুয়ারির মধ্যে কাজ শুরুর নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

3:16 pm , January 25, 2019

নিজস্ব ও বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সহ অন্যান্য স্থাপনা সুগন্ধা নদীর ভাঙন থেকে রক্ষায় দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। গতকাল শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রামে সুগন্ধার নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক এবং জনপথ বিভাগের কর্মকর্তাদের আগামী মঙ্গলবারের (২৯ জানুয়ারী) মধ্যে ভাঙন প্রতিরোধে কাজ শুরুর এ নির্দেশনাদেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী মার্চের মধ্যে কাজ শেষ করতে বলেছেন প্রতিমন্ত্রী। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সেতু এলাকার প্রবাহমান পানির গতিপথ পরিবর্তন ও ভাঙ্গন রোধে প্রকল্প তৈরী করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, ভাঙ্গনের কবল থেকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও বিমান বন্দরকে রক্ষা করতে হবে। দেশের দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ রক্ষাকারী বাবুগঞ্জের সুগন্ধা নদীর উপর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও সন্ধ্যা নদীর উপর মেজর এম এ জলিল সেতু দুটি অতিগুরুত্বপূর্ণ। দুটি সেতুর মধ্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি নদী ভাঙ্গন ঝুঁকির কবলে। অচিরেই যদি ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে গুরুত্বপূর্ণ এ স্থাপনা নদী গর্ভে বিলীন হতে পারে। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে দক্ষিণাঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে যাবে। তখন আমাদের অঞ্চল পরিণত হবে বৃহত্তর শিল্প এলাকা হিসেবে। তাই নির্মিত ও নির্মাণাধীন সকল সেতু সড়ক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন নদী ভাঙ্গন প্রকৃতির নিয়মে হচ্ছে, তাই গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। উল্লেখ্য গত জুলাইয়ে দোয়ারিকা সেতুর উত্তর পার্শে ভেঙ্গে যাওয়া প্রতিরক্ষা বাঁধ রক্ষা প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ ছিল। ওই কাজ আগামী ২৯ জানুয়ারীর মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে পানিউন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন, ওই প্রকল্পের অনুমোদনের লক্ষ্যে বরাদ্দ চেয়ে ইতিপূর্বে একনেকে পাঠানো হয়েছে যা শুধু অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামাণিক, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, সড়ক ও জনপথ বিভাগ বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা ও নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা প্রমুখ।
খোঁজ নিয়ে জানাগেছে, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলী জমি। বর্তমানে হুমকির মধ্যে রয়েছে বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি।
এর মধ্যে সেতুর তলদেশে বিশাল অংশ নদীতে বিলিন হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এমনটি ঘটলে ঢাকা সহ অন্যান্য অঞ্চলের সাথে বরিশালের ছয়টি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এ বিষয়টি মাথায় রেখে সুগন্ধা নদীর ভাঙনের কবল থেকে সেতু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নদীর চারশত মিটার এলাকায় ৬০ হাজার ব্যাগ জিও ব্যাগ ফেলতে ৩ কোটি টাকার একটি অস্থায়ী প্রকল্প গ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। যার বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পটি অনুমোদন পেলে কাজ শুরু হচ্ছিলো না।
এমন পরিস্থিতিতে ভাঙন কবলিত মহিষাদী এলাকা এবং দোয়ারিকা সেতু ও পার্শ্ববর্তী আর এম (রাশিদা মোশারেফ) একাডেমি পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT