3:26 pm , January 24, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশ রক্ষায় উপকূলীয় এলাকা বরিশালসহ বিভাগের ৪ জেলায় ১৫ দিনের যৌথ অভিযান শুরু করেছে মৎস্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ৩ দিনের কর্মসূচীতে ২০টি বেহুন্দি জাল, ৫০ হাজার মিটার, ২৫টি অন্যান্য জাল, ৮টি ইঞ্জিল চালিত নৌকাসহ ৫ জেলেকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে জেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, র্যাব-৮ ও নৌ পুলিশ বরিশালের কীর্তনখোলা নদী, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীতে যৌথ অভিযান পরিচারনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজদার রহমান, (হিলসা) বিমল দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত, র্যাবের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান রনি, নৌ পুলিশের এসআই মোঃ রেজাউল করিম। পরে ৫ জেলেকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।