পাথরঘাটায় ৬ জেলের জরিমানা পাথরঘাটায় ৬ জেলের জরিমানা - ajkerparibartan.com
পাথরঘাটায় ৬ জেলের জরিমানা

3:26 pm , January 24, 2019

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা ৬ জন জেলেকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এ দন্ড দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির। বুধবার বিকেল ৫টার দিকে বিষখালী ও বলেশ্বর নদের মোহনার লালদিয়া এলাকা থেকে বিভিন্ন প্রজাতিয় মাছের পোনাসহ একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা আটক করে কোস্টগার্ড। এ সময় ওই ট্রলারে থাকা ২ লাখ পোনাও জব্দ করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, খুলনার রূপসা থানার আলাইপুর এলাকার গোলাম রব্বানী শেখের ছেলে মোস্তাকিম শেখ (২৬),জমির আলীর ছেলে আফছার আলী (৩০), হানিফ শিকদারের ছেলে আফজাল শিকদার (৩৫), সালাহ উদ্দিন শেখের ছেলে মিন্টু শেখ (৩২), সেলিম শিকদারের ছেলে নাছিম শিকদার (২০), ইজাজ মোল্লার ছেলে দেলোয়ার মোল্লা (২০) ও আবিদুল শিকদারের ছেলে মোহাম্মদ আলী (১৫)। মোহাম্মদ আলীর বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে দন্ডের বাইরে রেখে অন্য ৬ জনকে মাথা পিছু ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত ২ লাখ পোনা অবমুক্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT