নলছিটিতে দুই সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু নলছিটিতে দুই সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু - ajkerparibartan.com
নলছিটিতে দুই সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

3:24 pm , January 24, 2019

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নাসিমা পারভীন ও মো. মাসুদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ আদায়ের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত চলছে। দুদকের পক্ষ থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুলইসলামকে অভিযোগগুলো প্রাথমিক তদন্তের দায়িত্ব দেয়া হলে বৃহস্পতিবার সকালে তিনি নিজ কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও), অভিযোগকারী শিক্ষকগণ ও ওই দুই অফিস সহকারীর উপস্থিতিতে তদন্ত কাজ শুরু করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাপ্তরিক কাজে শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী নাসিমা পারভীন ও মো. মাসুদ হোসেনের কাছে ধরনা দিতে হয়। বিভিন্ন কাজের জন্য তারা ঘুষ নেন। শিক্ষকরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের অবহিত করলে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে শুরু করেন ওই দুই অফিস সহকারী। এরই জেরে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করে। অভিযোগটি তদন্তের জন্য থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মো. আশ্রাফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। তবে অভিযোগে দেয়া স্বাক্ষরগুলো ওই শিক্ষকদের নয় বলে দাবি করেছেন একাধিক শিক্ষক। যদিও একাধিক সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সামনে সাক্ষ্য না দেয়ার জন্য তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। অভিযোগকারী শিক্ষকরা জানান, ‘কে বা কারা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের নাম দিয়ে স্বাক্ষর করে ওই দুই অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করিনি।’
অফিস সহকারী নাসিমা পারভীন ও মো. মাসুদ হোসেনের তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন বলেন, শিক্ষকদের স্ব্ক্ষার জাল করে এ অভিযোগ করা হয়েছে। ওই শিক্ষকরা আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি বলে তদন্ত কমিটিকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম জানান, তদন্ত কাজ শুরু হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT