3:42 pm , January 23, 2019
এটি একটি প্রমাণহীন ধারণামাত্র। তেঁতুলের পানি বা লেবুর রস পান করলে উচ্চ রক্তচাপ কমে আসে বা নিয়ন্ত্রণে আসে তা ভিত্তিহীন ধারণ। আবার রেবুর রস খেলে রক্তের চর্বি কেটে যায়, এটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং তেঁতুলের পানি বা লেবর রস একটু বেশি পান করলেই গলাজ্বালা, বুকজ্বালা ও টক ঢেঁকুর ওঠে। তখন রোগী আরও ঘাবড়ে দিয়ে ধারণা করতে পারেন যে এটা হার্টের ব্যথা কি না? তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এসবে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।
গ্রস্থণা: ডা. কে. এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোপেডিক সার্জারী)
পিজি হাসপাতাল, ঢাকা।
চেম্বার: রয়েল সিটি হাসপাতাল
ব্রাউন কম্পাউন্ড রোড, বরিশাল