3:41 pm , January 23, 2019

ভারতের পশ্চিমবাংলার নদীয়া জেলার কল্যাণী’র থিয়েটার মেকাস’র একটি নাট্যউৎসবে অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বরিশালের নাট্যসংগঠন শব্দাবলী’র ৬৬ তম প্রযোজনা মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ’বৈশাখিনী’। এছাড়াও নাটকটির আরো তিনটি প্রদর্শনী হবে কোলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে।