3:40 pm , January 23, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ-হিজলা-মুলাদি-বরিশাল সড়কে ঘোলেরহাট দুইটি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এসময় সংসদ সদস্য পদ্মাসেতু নির্মান, ফ্লাইওভার নির্মান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মান, গ্রামীন রাস্তাঘাট নির্মান সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেণ। পরে সংসদ সদস্য ধূলখোলা ইউনিয়নের আলিগঞ্জ লঞ্চঘাটে গরীব, দুখি, মেহনতি মানুষের মাঝে কম্বল বিতরণ করে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করেণ। এছাড়াও সংসদ সদস্য দুপুরে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও নন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান শেষে আলীমাবাদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেণ। এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহম্মেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, যুগ্ম-সম্পাদক আঃ জব্বার কানন, ইদ্রিস বেপারী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, নুরুল ইসলাম জামাল মোল্লা, রফিকুল ইসলাম টেনু, ধূলখোলা ইউপি চেয়ারম্যান মকবুল আহম্মেদ দপ্তরী, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজী, হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল্লাহ্ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।