ভাটিখানা থেকে ৬ প্রতারক আটক ভাটিখানা থেকে ৬ প্রতারক আটক - ajkerparibartan.com
ভাটিখানা থেকে ৬ প্রতারক আটক

3:38 pm , January 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারন মানুষকে ফাঁদে ফেলে প্রতারনার অভিযোগে প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর ভাটিখানা হাসিনা মঞ্জিলের নির্মানাধীণ ভবন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া তের হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলো- মোঃ সুমন সরদার (২৬), মোসাঃ আয়শা আক্তার (২৫), মুন্না চৌধুরী (২৭), মোঃ মনির হাওলাদার (২৫), মোঃ কামরুল খান (২৬), মোঃ জুলহাস সরদার (২৪)। এদেরকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও মুক্তিপণের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমি আক্তার ও মোঃ রেজাউলসহ আরো তিন আসামী পলাতক রয়েছে। এরা সবাই নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা। পূর্বে থেকেই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পটুয়াখালীর গলাচিপা থানার কোটখালী এলাকার বাসিন্দা তারেক খান নগরীর রুপাতলী হাউজিং এলাকার ভাড়া থাকেন। গত ২০ জানুয়ারী বিকেলে আটক আয়েশা আক্তার কাজের লোক দেয়ার কথা বলে তারেক খানকে কৌশলে নগরীর ভাটিখানা এলাকায় আটক অপর আসামী তানভীর খানের ভাটিখানা হাসিনা মঞ্জিলে বাসায় নিয়ে যায়। পরে তারেককে রুমের ভেতরে আটকে রেখে পূর্ব পরিকল্পিত ভাবে আসামী আয়শা ও সুমি আক্তার তাঁর গায়ের জামাকাপড় খোলার চেষ্টসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় অপর আসামীরা রুমে প্রবেশ করে এনজিও কর্মকর্তা তারেককে মারধরের পর নগ্ন করে ওই দুই নারী প্রতারকের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। পুলিশ কমিশনার বলেন, এনজিও কর্মকর্তা জীবন রক্ষায় তাঁর বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা এনে প্রতারক চক্রের সদস্যদের দেয়। এরপরেও পুরো টাকা আদায়ের জন্য তাকে রুমের ভিতরে আটকে রেখে নির্যাতন করে। দ্বিতীয় দফায় আরো ১৩ হাজার টাকা পরিশোধ করে। বাকী টাকা এনে দেয়ার আশ্বাসে ওই দিনই গভীর রাতে তাকে ছেড়ে দেয় প্রতারক চক্র। এ ঘটনা জানিয়ে গত ২২ জানুয়ারী মো. তারেক খান মহানগর ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চায়। এর পরিপেক্ষিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে নারী প্রতারক আয়শাসহ ছয় জনকে আটক করলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়। এই ঘটনায় রাতেই মহানগরীর কাউনিয়া থানায় এনজিও কর্তকর্তা তারেক খান বাদী হয়ে পর্নগ্রাফি ও মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা , মোহামামদ জাহাঙ্গির মল্লিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT