ফুলে ফুলে সিক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী ফুলে ফুলে সিক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
ফুলে ফুলে সিক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:37 pm , January 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মন্ত্রী পরিষদের দায়িত্ব পেয়ে প্রথম বরিশালে এসেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। গতকাল বুধবার বিকালে বিমান যোগে বরিশালে আসেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে ফুলে ফুলে সিক্ত করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রা করে বরিশাল সার্কিট হাউসে নিয়ে আসা হয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। এর আগে বিকাল ৪টায় তিন দিনের সরকারি সফরে নভোএয়ারওয়েজ যোগে বরিশাল বিমানবন্দরে পৌছেন পানি সম্পদক প্রতিমন্ত্রী ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক শামীম। এসময় তার সফর সঙ্গি হয়ে বরিশালে আসেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন। প্রতিমন্ত্রী হয়ে প্রথম বরিশালে আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মী সহ প্রতিমন্ত্রীর কর্মি সমর্থকরা বাবুগঞ্জের রহমতপুরে বরিশাল বিমানবন্দরে জড়ো হতে থাকেন। অবশ্য জনদুর্ভোগ এড়াতে কোন প্রকার সংবর্ধণা গ্রহন এবং গাড়ি বহরের আয়োজনে প্রতিমন্ত্রীর নিষেধাজ্ঞা থাকায় অনেক নেতা-কর্মী কিংবা সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে যেতে পারেনি। অপরদিকে বিকাল ৪টার দিকে প্রতিমন্ত্রী বিমানবন্দরে পৌছে বিমানে দাড়িয়ে হাত উচিয়ে নেতা-কর্মীদের অভিভাদন জানান। এসময় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। পরে সেখান থেকে মোটার শোভাযাত্রা করে প্রতিমন্ত্রীকে নগরীর সার্কিট হাউসে নিয়ে আসা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশের একটি দল। এদিকে সন্ধ্যায় সার্কিট হাউসে আওয়ামী লীগ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া পানি উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূর আলম জানান, তিন দিনের সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টায় কীর্তনখোলা নদী ভাঙন প্রতিরোধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৩১ কোটি টাকার নদীর তীর সংরক্ষণ ও ৫.৬ কিলোমিটার ডুবচর গ্রেজিং প্রকল্প পরিদর্শন করবেন। এর পর কীর্তনখোলার ভাঙনের হাত থেকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ১৪০ কোটি টাকার আরো একটি প্রকল্প প্রতিমন্ত্রীর পরিদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ। তবে তিন দিনের সফর সূচিতে প্রতিমন্ত্রী কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি। সফর শেষ করে আগামী ২৪ জানুয়ারী রাতে মন্ত্রী নৌ পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তার সফর সূচি সূতে জানাগেছে। উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক শামীম গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে তাকে পানি সম্পদ প্রতীমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পরে প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসবেন জাহিদ ফারুক শামীম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT