3:23 pm , January 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মন্ত্রী হাবার পরে প্রথম চার দিনের সফরে বরিশালে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের এমপি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। বুধবার (২৩ জানুয়ারী) বিকালে ঢাকা থেকে বিমান যোগে বরিশালে আসছেন তিনি। বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন ও চর কাউয়া ইউনিয়নে কীর্তনখোলা নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ৫৭১ কোটি টাকার পৃথক দুটি প্রকল্প পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। তবে তার চারদিনের সফর সূচিতে নেই রাজনৈতিক কোন কর্মসূচি। তাছাড়া প্রতিমন্ত্রী হয়ে প্রথম বারের মত তিনি বরিশালে আসলেও দলীয় কোন সংবর্ধনা গ্রহন করছেন না জাহিদ ফারুক শামীম। তবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করবেন। এসময় তার সাথে সফর সঙ্গি হিসেবে থাকবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম ও পানি উন্নয়ন বোর্ড বরিশাল এর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মন্ত্রী পরিষদে দায়িত্ব গ্রহনের পরে প্রথম নির্বাচনী এলাকা বরিশাল সফর করবেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ২৩ জানুয়ারী ঢাকা হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারওয়েজ যোগে বিকাল ৩টা ৫০ মিনিটে বরিশাল বিমানবন্দরে পৌছবেন তিনি। সেখান থেকে তাকে মোটর শোভাযাত্রা করে বরিশাল সার্কিট হাউসে নিয়ে আসা হবে। বরিশাল সফর শেষে ২৬ জানুয়ারী রাতে নৌ পথে বরিশাল ত্যাগ করবেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, প্রতিমন্ত্রী’র কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের গৃহিত দুটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। এর মধ্যে ২৪ জানুয়ারী সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ভাঙন প্রতিরোধে গৃহিত ৩৩১ কোটি টাকার সাড়ে ৪ কিলোমিটার কীর্তনখোলা নদীর তীর সংরক্ষন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। পরে একই দিন কীর্তনখোলা নদীর ভাঙন থেকে চরকাউয়া ইউনিয়ন রক্ষায় নতুন গৃহিত ২৪০ কোটি টাকা সম্ভব হয়ের ৩ কিলোমিটার তীর সংরক্ষন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে তার। নির্বাহী প্রকৌশলী জানায়, চরকাউয়া ইউনিয়নের ৩৩১ কোটি টাকার নদীর তীর সংরক্ষন ও তৎ সংলগ্ন কীর্তনখোলা নদীতে ৫.৬ কিলোমিটার ডুবচর ড্রেজিং এর কাজ করবে সেনাবাহিনী। গত ১৪ জানুয়ারী এ বিষয়ে খুলনা শিপইয়ার্ডের সাথে চুক্তি সম্পাদন সম্পন্ন হয়েছে। খুব শিঘ্রই ওই প্রকল্পের কাজ শুরু হবে। তাছাড়া চরকাউয়ায় ভাঙন প্রতিরোধে ২৪০ কোটি টাকার আরেকটি নতুন প্রকল্প গ্রহন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩ কিলোমিটার নদীর তীর সংরক্ষন করা হবে। প্রকল্পটির ডিজাইনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি তা ডিপিপি তৈরী করে ঢাকা পানি উন্নয়ন বোর্ডে প্রেরন করা হয়েছে। এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষ কীর্তনখোলা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পাবে। কেননা এরই মধ্যে কীর্তনখোলা নদীর ভাঙনে বিলিন হয়েছে চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের অংসংখ্য পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনো ঝুকির মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাড়ি ঘর। যদিও চরকাউয়া ইউনিয়নের ভাঙন প্রতিরোধে এরই মধ্যে রেভিনিউ বাজেট থেকে কাজ শুরু করা হয়েছে। সেখানে জিও ব্যাগ ফেলা হয়েছে। স্থানীয়ভাবে ভাঙন প্রতিরোধে ২৪০ কোটি টাকার প্রকল্পটির গুরুত্ব রয়েছে বলে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন। উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক শামীম গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে তাকে পানি সম্পদ প্রতীমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পরে প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসবেন জাহিদ ফারুক শামীম।