3:37 pm , January 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আগুনে পুড়ে যাওয়া ৩ বছরের শিশু শ্রাবণী বর্তমানে চিকিৎসার অভাবে বাসায় বসে কাতরাচ্ছে। বাবা নির্মাণ শ্রমিক খোকন ধারদেনা করে এখন প্রায় নিঃস্ব হয়ে শুধু মেয়ের চিৎকার শুনছেন আর অসহায়ের মতো চোখের পানি ফেলছেন। জানা যায়, গত ৫ ডিসেম্বর বরিশাল নগরীর গগন গলির বাসিন্দা নির্মাণ শ্রমিক খোকনের সাড়ে তিন বছরের ফুটফুটে মেয়ে শ্রাবনী বাসায় বসে খেলছিল। খেলার একপর্যায়ে পা পিছলে জ্বলন্ত চুলার উপর পড়ে গেলে মুখসহ শরীরের অনেক অংশ পুড়ে যায়। দীর্ঘদিন শেবাচিমের বার্ন ইউনিটে চিকিৎসার পর ডাক্তাররা শ্রাবণীর নাম কেটে দেন এবং বাকি চিকিৎসা বাসায় বসে করার পরামর্শ দেন। বর্তমানে শ্রাবনীর জন্য প্রয়োজনীয় ঔষধ ও পথ্য কিনতে পারছেন না তার বাবা খোকন। অসহায়ের মতো বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোন সাহায্য পাচ্ছেন না। নির্মাণ শ্রমিক খোকন তার ৩ বছরের শিশু শ্রাবণীর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শ্রাবণী কে সুস্থ করে তুলতে বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। যাতে সে আবারো ছুটাছুটি করতে পারে। পারে খেলাধুলা করতে। ফিরে যেতে পারে স্বাভাবিক অবস্থায়। শ্রাবণীর পিতা আর্থিক সহযোগীতার করার জন্য ০১৭৭১৫৩৫৭৮১ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।