প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কাল বরিশালে আসছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কাল বরিশালে আসছেন - ajkerparibartan.com
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কাল বরিশালে আসছেন

3:36 pm , January 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ৫ (সিটি-সদর) থেকে নির্বাচিত সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম মন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন কাল বুধবার। প্রতিমন্ত্রীর দুদিনের সফরে কোন রাজনৈতিক কর্মসূচী রাখা হয়নি। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি। সফর সুত্রে জানা গেছে, ২৩ ও ২৪ জানুয়ারী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বরিশাল সফর করবেন। সুত্র জানায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ২৩ জানুয়ারী বিকাল ৩টায় আকাশপথে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশাল বিমান বন্দরে পৌছবেন। দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহকে নিয়ে আসার কথা ছিল প্রতিমন্ত্রীর। কিন্তু তিনি দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় তিনি আসতে পারেননি। তার অবর্তমানে বরিশাল-৫ আসনে প্রতিমন্ত্রীর বিজয়ের অন্যতম রুপকার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সফর সঙ্গী করে নিয়ে আসছেন প্রতিমন্ত্রী। স্থানীয় দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে মন্ত্রী কোন গণসংর্ধনা নেবেন না। তবে একটি সুত্র জানিয়েছে, যেহেতু মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাথে আসছে, সেই কারনে নেতাকর্মীরা মোটর সাইকেলসহ গাড়িবহরের শোভাযাত্রাসহ উভয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম কয়েকটি নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ২৪ জানুয়ারী বরিশাল ত্যাগ করবেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, প্রতিমন্ত্রী ২৪ জানুয়ারী সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের কীর্তণখোলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের কর্মসূচী রেখেছে স্থানীয় পাউবো। এদিকে সদর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রীর প্রথম নির্বাচনী এলাকা সফরের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সফর কর্মসূচী সম্পর্কে তিনি কিছু জানেন না। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রী কোন সংবর্ধনা নেবেন না। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মন্ত্রীকে সংবর্ধিত করবেন। উল্লেখ্য, এরশাদর শাসনমালের পর এই প্রথম বরিশাল সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী পদে আসীন হলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনী কর্ণেল জাহিদ ফারুক জয়ী হওয়ার পর শপথ গ্রহনের আগে ঢাকায় যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT