রেশন ছাড় করা নিয়ে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ রেশন ছাড় করা নিয়ে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ - ajkerparibartan.com
রেশন ছাড় করা নিয়ে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ

3:34 pm , January 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ রেশনের চাল ও গম উত্তোলনকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এছাড়া সদর উপজেলা খাদ্য গুদাম (এলএসডি) এর পরিদর্শকের কার্যালয়ে ভাংচুর ও কাগজপত্র তছনছ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সংলগ্ন স্থানীয় সরবরাহ বিভাগে (এলএসডি) এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে খাদ্য বিভাগের দুই কর্মচারীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও নিরাপত্তা প্রহরী রেজাউল ইসলাম। এছাড়া সদর উপজেলা খাদ্য গুদামের (এলএসডি) পরিদর্শক নজরুল ইসলাম, সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ও ফায়ার সার্ভিস কর্মী মো. সহিদুল ইসলাম সহ ৫ জন আহত হয়। সদর খাদ্য গুদামের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, সোমবার বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন কয়েকজন ফোর্স নিয়ে তাদের বরাদ্দের ২ টন চাল ও ২ টন গম নেয়ার জন্য এলএসডিতে আসে। লেবার না থাকায় তাদের অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা না করে তারা দ্রুত চাল ও গম নিয়ে যেতে চায়। পরিদর্শক বলেন, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় স্টেশন অফিসার আলাউদ্দিন ও তাদের লেকেরা উত্তেজিত হয়ে উঠে। এমনকি একটি চেযার ধরে আমার গয়ে ছুড়ে মারে ও একজন কর্মচারীকে মারধর করে। তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনার কিছু সময় না যেতেই স্টেশন অফিসের মোবাইল করে দুই পিকআপ ফায়ার কর্মিদের ডেকে আনেন। তারা এলএসডি’র গেট আটকে খাদ্য গুদামের তার রুমের চেয়ার টেবিল ও জানালার গ্লাস ভাংচুর এবং কাগজপত্র তছনছ করে। তখন বাধা দিতে গেলে তাকে, এসআই হুমায়ুন কবির ও দারোয়ান রেজাউলকে বেধড়ক মারধর করে।
এদিকে এ খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে ছুটে যান। তাদের সামনেই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। অভিযোগ প্রসঙ্গে সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমরা কোন ভাংচুর বা কাউকে মারধর করিনি। বরং ওরাই আমাকে এবং আমার লোকেদের উপর হাত তুলেছে। ওরা নিজেরা ভাংচুর করে আমাদের ফাঁসাতে চাইছে।
তিনি বলেন, সদর উপজেলা খাদ্য গুদাম দুর্নীতি এবং অনিয়মের আখড়া। ইতিপূর্বে আমরা রেশনের চাল ও গম উত্তোলন করেছি। কিন্তু যে পরিমান পাবার কথা তা আমাদের দেয়া হয়নি। তারা আমাদের রেশনের চাল ও গম চুরি করে কমিয়ে রাখে। তিনি আরো বলেন, গত ২০ দিন ধরে আমরা চার টন চাল ও গম উত্তোলনের জন্য এখানে এসে ঘোরাঘুরি করছি। কিন্তু তারা আজ না কাল বলে আমাদের ভোগান্তিতে রেখেছে। সোমবার পুনরায় রেশনের চাল ও গম নিতে এলে এলএসডি’র পরিদর্শক আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। এমনকি বরাদ্দপত্র আমার গায়ে ছুড়ে মেরে চাল-গম দিবে না বলে বেরিয়ে যেতে বলে। এর প্রতিবাদ করতে গেলে আমি সহ আমার কর্মীদের উপর হামলা করে। পরে ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা এসে আমাদের উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শনকরা কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তা-ফিজুর রহমান বলেন, কথা বলে যতটুকু বোঝা গেছে তাতে রেশনের চাল ও গম কম দেয়া নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পূর্বে থেকেই ক্ষোভ ছিলো। যার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আজ। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। পাশাপাশি অভিযোগ থাকলে তা লিখিত ভাবে থানায় জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT