3:39 pm , January 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালেএনজিও গ্রাম করানো হয়েছে। এখন আগের চেয়ে সুস্থ রয়েছে বলে বরিশাল রেঞ্জ সূত্রে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো: নাইমুল হক জানান, ‘স্যার অসুস্থ বোধ করায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (রোববার) তার এনজিও গ্রাম করা হয়। এখন আগের চেয়ে ভাল আছেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি ঢাকায় যান। সেখানে অসুস্থ হয়ে পারলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে বরিশাল রেঞ্জ ডিআইজি পদে যোগদান করেন মো: শফিকুল ইসলাম। এর আগে তিনি রাজশাহীর পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করেছেন।