সোলনায় সন্ত্রাসী হামলায় বাবা ও ছেলে সহ আহত-৩ সোলনায় সন্ত্রাসী হামলায় বাবা ও ছেলে সহ আহত-৩ - ajkerparibartan.com
সোলনায় সন্ত্রাসী হামলায় বাবা ও ছেলে সহ আহত-৩

3:38 pm , January 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জমি জবর দখলে ব্যর্থ হয়ে সদ্য বিদেশ ফেরত এক ব্যক্তি ও তার পুত্র সহ ৩ জনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা এলাকার শিমুলতলা সংলগ্নে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মো. নুরুল আমিন সিকদার নামের একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত অন্যরা হলো- নুরুল আমিন সিকদারের ছেলে এনামুল হক ও চাচা ছালাম সিকদার। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত মো. নুরুল আমিন সিকদার জানান, তিনি দীর্ঘ দিন যাবত প্রবাসে জীবন কাটিয়েছেন। মাস দুই পূর্বে দেশে ফেরেন তিনি। প্রবাসে থাকাবস্থায় সোলনা এলাকায় জনৈক খালেক এর কাছ থেকে কিছু পরিমান জমি ক্রয় করেন। সেখানে মাছের ঘের ও জমি চাষাবাদ করে আসছেন। এর পূর্বে ১৯৮০ সালের ১০ জানুয়ারী ওহাব সিকদার নামের ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছিলো খালেক। নুরুল আমিন সিকদার অভিযোগ করেন, তার মালিকানা ও ভোগ দখলিয় জমি জবর দখলের চেষ্টা করছে ওহাব সিকদারের ছেলে ফরিদ সিকদার ও তার ছেলেরা। এমনকি মিথ্যা তথ্য দিয়ে আদালতে মামলাও করেছে তারা। ওই মামলায় জমিতে স্থিতিবস্থা জারির আবেদন করলেও আদালত তার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। যে মামলাটি এখনো বিচারাধিন রয়েছে। তাছাড়া এর পূর্বে ২০১৪ সালে জমি দখল ও চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে আরো একবার হামলা করা হয় নুরুল আমিন সকদারের ওপর। ওই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়। যার নম্বর জিআর ৪৫/১৪। এ মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধিন রয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে নূরুল আমিন সিকদারকে জমি নিয়ে হুমকি দেয় ফরিদ সিকদার। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সকালে বিরোধী ওই জমিতে চাষাবাদের জন্য গেলে ফরিদ সিকদার তার সন্ত্রাসী পুত্র এরশাদ সিকদার, ওমর সিকদার, ওসমান সিকদার, বেল্লাল সিকদার সহ পরিবারের অন্যান্য সদস্যরা নুরুল আমিনের ওপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা করে। কুপিয়ে রক্তাক্ত জখম করে তাকে। এসময় ছেলে এনামুল হক ও চাচা ছালাম সিকদার তাকে উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT