3:34 pm , January 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জলাবদ্ধতা দূর করতে বর্ষার আগেই প্রস্তুতি নেয়া হচ্ছে। এ কথা জানিয়ে নালা-নর্দমায় পলিথিন না ফেলতে জনগণকে অনুরোধ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহীদ ফারুক শামীম। গতকাল রোববার সকালে রাজধানীর গোড়ান চটবাড়ী পাম্প হাউজ নির্মাণ প্রকল্প পরিদর্শনে এ অনুরোধ জানান। পাম্প হাউজ পরিদর্শনকালে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমও উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো জানান, জলাবদ্ধতা প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছেন তাঁরা। এছাড়াও জনগণের সহায়তা চাইলেনতিনি। ঢাকা শহর বন্যা ও জলাবদ্ধতা মুক্ত রাখতে ৬৭৬ একর জমিতে পন্ডিং এরিয়াসহ ১৯৯৬ সালে এ পাম্প হাউজ নির্মাণ শুরু হয়। মিরপুর, ক্যান্টনমেন্ট ও উত্তরাসহ ঢাকার পশ্চিমাংশের জলাবদ্ধতা দূর করতে ভূমিকা রাখবে এটি। এখন এর তৃতীয় ধাপের নির্মাণ চলছে।