3:30 pm , January 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চৈতন্য স্কুলে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ইয়ুথ চেঞ্জ মেকার বরিশাল এর আয়োজনে গতকাল শুক্রবার এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, কম্বল বিতরণের মাধ্যমে যুব সমাজের দরিদ্রদের পাশে এগিয়ে এসেছে এটা দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটি মানুষেরই এদের মত করে দরিদ্র মানুষের পাশে দাড়ানো উচিত। ইয়ুথ চেঞ্জ মেকার বরিশাল এর আহ্বায়ক ইসরাত জাহান আঁখি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে একশ জন দরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল তুলে দেন জেলা প্রশাসক।