3:28 pm , January 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। গতকাল শুক্রবার সকালে বিভাগীয় কমিশনারের বাস ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘বাড়ির আঙ্গিনায় ফুল ও ফলের গাছ লাগাতে হবে। এতে করে নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায়। শহর এলাকায় এখন মাটি পাওয়াও দায়। তাই ছাদ বাগানের প্রতিও দৃস্টি দিতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের নিয়ে তার বাংলোয় রোপিত ফুলের গাছ ও ছাদ বাগানের পরির্দশন করেন। বাংলোর নাননিকতা বৃদ্ধির জন্য গোলাপ, গাদা, সিলভিয়া, নার্গিস, মঞ্জুরী, চন্দ্র মল্লিকা, ডায়েন থাছসহ বিভিন্ন প্রজাতি গাছ রোপন করেছেন। এছাড়া ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোশারফ হোসেন, সহকারী কমিশনার মো: তরিকুল ইসলামসহ বরিশালে কর্মতর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।